Recent News

Copyright © 2024 Blaze themes. All Right Reserved.

কেনাকাটার আনন্দ বিকাশ পেমেন্টে

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Share It:

Table of Content

পছন্দের শপে কেনাকাটায় D5 কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলেই ৳২০০ পর্যন্ত ডিসকাউন্ট; ৳১০০ পর্যন্ত করে ২ বার

পছন্দের শপে কেনাকাটার সব মোমেন্টে বিকাশ পেমেন্ট!

কেনাকাটা যেমনই হোক, কেনাকাটার মোমেন্ট মানেই সেলিব্রেশন মোমেন্ট! তাই বিকাশ পেমেন্টে আছে অফারও। আপনার পছন্দের শপে কেনাকাটায় ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

অফারের মেয়াদ 

১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত

অফারের বিস্তারিত 

  • নির্দিষ্ট শপে ‘D5’ কোড যোগ করে পেমেন্ট করলেই পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
  • ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই ‘D5’ কোড যোগ করে পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট করার সময় গ্রাহকেরা কুপন কোডটি অ্যাড করতে পারবেন (অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে)
  • গ্রাহকেরা অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে কোড অ্যাড করতে পারবেন
  • প্রতিবার কোড যোগ করে পেমেন্ট করে ১০% ডিসকাউন্ট পাবেন, ১০০ টাকা পর্যন্ত। 
  • দিনে ১ বার ১০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন।
  • এছাড়াও *247# ডায়াল করে পেমেন্টে দিনে ৫% ক্যাশব্যাক পাবেন অফার চলাকালীন ১০০ টাকা পর্যন্ত।
  • ১০ সেপ্টেম্ব ২০২৫ পর্যন্ত কুপন কোডটি ব্যবহারের মেয়াদ থাকবে। 
  • নতুন একটি কুপন ব্যবহার করার জন্য পূর্বের অব্যবহৃত কুপনটি ব্যবহার করতে হবে। 
  • একটি কুপন একটি পেমেন্টে একবারই ব্যবহার করতে পারবেন।

নিম্নলিখিত শপে ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবেন:

https://www.bkash.com/page/list-of-outlets-d5-lifestyle-1

https://www.bkash.com/page/list-of-outlets-d5-lifestyle-2

https://www.bkash.com/page/list-of-outlets-d5-lifestyle-3

শর্তাবলি

  • বিকাশ অ্যাপ, কিউআর, বাংলা কিউআর অথবা ডাইনামিক কিউআর-এর মাধ্যমে ‘D5’ কোড যোগ করে সফলভাবে পেমেন্ট করলেই গ্রাহক ডিসকাউন্ট পাবেন এবং *247# ডায়াল করে সফলভাবে পেমেন্ট করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। 
  • সচল একাউন্ট স্ট্যাটাস থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে সফলভাবে পেমেন্ট করে ডিসকাউন্ট/ক্যাশব্যাক পেতে পারেন।
  • ডিসকাউন্ট/ক্যাশব্যাকের ক্ষেত্রে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে অফার বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ডিসকাউন্ট/ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার/অফারগুলো পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
  • অফারগুলো উপভোগ করতে হলে গ্রাহককে নির্দিষ্ট বিকাশ মার্চেন্ট ওয়ালেটে সফলভাবে পেমেন্ট করতে হবে।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের এই ডিসকাউন্ট/ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফারের লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ডিসকাউন্ট/ক্যাশব্যাক গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • যদি কোনো গ্রাহক মার্চেন্ট ওয়েবসাইট/অ্যাপে ভুল পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট মার্চেন্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
  • যদি কোনো কারণে গ্রাহকের পেমেন্ট আংশিক বা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়, উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ ডিসকাউন্ট/ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে।

সাধারণ জিজ্ঞাসা

১. অফারগুলো কত দিন চলবে?

– অফারগুলো ১ আগস্ট ২০২৫, ০০:০০:০০ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে।

২. অফার কী কী?

– গ্রাহকেরা পছন্দের শপে কেনাকাটায় ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন  ১০% ডিসকাউন্ট, ২০০ টাকা পর্যন্ত আর *247# ডায়াল করে পেমেন্টে দিনে ৫% ক্যাশব্যাক পাবেন অফার চলাকালীন ১০০ টাকা পর্যন্ত।

৩. গ্রাহক একবার কুপন কোড যোগ করে পেমেন্টে করলে সর্বোচ্চ কত টাকা ডিসকাউন্ট পাবেন?

– গ্রাহকেরা একবার কুপন কোড যোগ করে পেমেন্ট করলে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

৪. গ্রাহক একদিনে কুপন কোড যোগ করে পেমেন্টে কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন?

– গ্রাহকেরা একদিনে ১০০ টাকা পর্যন্ত ১ বার ডিসকাউন্ট পাবেন কুপন কোড যোগ করে পেমেন্টে।

৫. গ্রাহক অফার চলাকালীন কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন?

– গ্রাহক অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ২ বার (প্রতিবার ১০০ টাকা পর্যন্ত) ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

৬. এই অফারে কোনো ক্যাশব্যাক লিমিট আছে কি?

– হ্যাঁ, গ্রাহকেরা *247# ডায়াল করে সফলভাবে পেমেন্টে ৫% ক্যাশব্যাক পাবেন দিনে ১০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন ১০০ টাকা পর্যন্ত।

৭. কুপন কোডটি কী?

– কুপন কোডটি হলো ‘D5’. 

৮. গ্রাহক একটি লেনদেনে যদি একটি কুপন অ্যামাউন্টের সম্পূর্ণ ব্যবহার না করেন তবে কি তিনি বাকি অ্যামাউন্ট অন্য লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন?

– না, গ্রাহক একটি কুপন একটি লেনদেনে একবারই ব্যবহার করতে পারবেন।

৯. ডিসকাউন্ট/ক্যাশব্যাক পেতে গ্রাহককে কোন মাধ্যমে লেনদেন করতে হবে?

– বিকাশ অ্যাপ, কিউআর, বাংলা কিউআর এবং ডাইনামিক কিউআর-এর মাধ্যমে ‘D5’ কোড যোগ করে সফলভাবে পেমেন্ট করলেই গ্রাহক ডিসকাউন্ট পাবেন এবং *247# ডায়াল করে সফলভাবে পেমেন্ট করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। 

১০. ডিসকাউন্ট/ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

– হ্যাঁ, ডিসকাউন্ট/ক্যাশব্যাক উপভোগ করতে হলে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। কিন্তু একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে অফার পেতে গ্রাহক ব্যর্থ হলে তিনি এই অফারের ডিসকাউন্ট/ক্যাশব্যাক আর পাবেন না।

১১. গ্রাহক কি সফলভাবে কুপন কোড যোগ করে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবেন?

– হ্যাঁ, গ্রাহক যদি সঠিকভাবে কুপন কোড যোগ করে পেমেন্ট করেন এবং সেইসাথে গ্রাহকের পেমেন্ট বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের এই অফারের সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

১২. গ্রাহক কি ডিসকাউন্ট/ক্যাশব্যাক উপভোগ করতে ব্যর্থ হতে পারেন? যদি এমন হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

– শর্তাবলি অনুযায়ী সঠিকভাবে কুপন কোড যোগ করে সফলভাবে পেমেন্ট করলেই গ্রাহক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। সেইসাথে *247# ডায়াল করে সফলভাবে পেমেন্ট করার সাথে সাথেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। তবে অনাকাঙ্ক্ষিত কারণে অফার/অফারগুলো পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bKash.com -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Grid News

Latest Post

Find Us on Youtube

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Latest News

Most Popular

Copyright © 2024 Blaze themes. All Right Reserved.